Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, শাজাহানপুর, বগুড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অধীন একটি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা মন্ত্রণালয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

অবস্থানঃ শাজাহানপুুর উপজেলা পরিষদ , শাজাহানপুুর , বগুড়া ।

অত্রাফিসের অধীনেঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছ। 

জনশক্তি: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার -১, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার -১, উপজেলা একাডেমিক সুপারভাইজার -১,  অফিস সহায়ক -১।

যোগাযোগ ঠিকানাঃ জেলা শিক্ষা অফিস,বগুড়া, টেলিফোন নং-০৫১৬৫১১২, ই-মেইল:deobogra@gmail.com

ভৌগলিক অবস্থানঃ

 

৮৮.৫০ ডিগ্রী পূর্ব থেকে ৮৮.৯৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে এবং ২৪.৩২ ডিগ্রী উত্তর থেকে ২৫.০৭ ডিগ্রী  উত্তর অক্ষাংশে বগুড়া সদর উপজেলা অবস্থিত।

জেলা সদর হতে দুরত্বঃ

 

১০ কিঃ মিঃ

আয়তনঃ

 

২২১.৮৮ বর্গ কিলোমিটার

সীমানাঃ

 

 উত্তরে- বগুড়া সদর, দক্ষিণে-শেরপুর, পূর্বে-গাবতলি এবং পশ্চিমে-কাহালু  ও নন্দীগ্রাম উপজেলা

 

নামকরণঃ

 

সুলতান গিয়াস উদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগরা খান ১২৭৯ থেকে ১২৮২ পর্যন্ত এ অঞ্চলের শাসক ছিলেন। তাঁর নামানুসারে এ অঞ্চলের নাম হয়েছে বগরা বা বগুড়া আর সম্রাট শাজাহান করতোয়া নদীতে ডাকাতি ঠেকানোর জন্য শাজাহানপুরে একটা উচু ভিটি নির্মাণ করেন। সম্রাট শাজাহান এর এই ভিটি থেকে পরর্তিতে অত্র এলাকার নামকরণ করা হয় শাজাহানপুর।

 

উপজেলায় রুপান্তরঃ

 

২৩-১০-২০০২ খ্রিঃ

সংসদীয় আসনঃ

 

৪৭, বগুড়া-৭  

শিক্ষা হারঃ

 

৫৭.০৭% (জাতীয় ৫১.৮)

জনসংখ্যা ঃ

       

২৮৯৮০৪ জন (পুরুষ ১৪৯৪৫৮জন; মহিলা ১৪০৩৪৬জন)

জনসংখ্যার ঘনত্বঃ

 

১৩০৬ ( প্রতি বর্গ কিঃ মিঃ)

উল্লেখযোগ্য নদীঃ

 

করতোয়া


 



 



 



 ঃ